January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কেমন হবে ব্যবহার, পোশাক সবই সরকারের ইচ্ছায়, নইলে জরিমানা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নসম্মুখে কেমন হবে দেশের নাগরিকদের ব্যবহার তা এবার থেকে ঠিক করবে সৌদি সরকার। শুধু ব্যবহারই নয় নাগরিকদের পোশাকও পড়তে হবে সরকারের নিয়ম মেনে। অশালীন কোনো কাজকর্ম করলে জরিমানা গুণতে হবে সৌদিতে। শনিবার এক ঘোষণায় মধ্যপ্রাচ্যের এই কট্টরপন্থি দেশটি জানিয়েছে, কোনো ব্যক্তি জনসম্মুখে অশালীন পোশাক পরলে, প্রকাশ্যে কাউকে চুমু দিলে বা এ ধরনের কোনো অশালীন কাজকর্ম করলে তার ওপর জরিমানা করা হবে।

পর্যটকদের জন্য দুয়ার খুলে দেয়ার একদিন পরেই এমন ঘোষণা করল সৌদি। এর আগে সৌদির তরফ থেকে জানানো হয়েছে, বিদেশি পর্যটকরা এখন থেকে সৌদিতে ঘুরে বেড়াতে পারবেন। কারণ প্রথমবারের মতো দেশটি পর্যটন ভিসা চালু করছে।

তবে দেশটিতে পর্যটকদের জন্য ভিসা চালু হলেও কিছু বিধি-নিষেধও মেনে চলতে হবে। বিশেষ করে নারীদের পোশাক শালীন হতে হবে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে দেশটি এবার পর্যটনের দিকে ঝুঁকতে শুরু করেছে। এরই অংশ হিসেবে পর্যটন ভিসা চালুর ঘোষণা করেছে সৌদি।

বিভিন্ন দেশ থেকে যেসব মহিলা পর্যটকরা সৌদিতে ঘুরতে আসবেন তাদের আবায়া বা বোরকা পরতে হবে না। তবে তারা যে পোশাকই পরবেন তা শালীন হতে হবে বলে এক বিবৃতিতে পর্যটন খাতের প্রধান আহমেদ আল খতিব জানিয়েছেন।

১৯টি অপরাধের জন্য জরিমানা ঘোষণা করা হলেও জরিমানার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এক বিবৃতিতে জানানো হয়েছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই নতুন বিধিনিষেধ জারি থাকবে। তাদের পোশাকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কোনভাবেই অশালীন পোশাক পরা যাবে না বা জনসম্মুখে নারী-পুরুষের ঘনিষ্ট কোনো আচরণ প্রদর্শন করা যাবে না। তবে নারীরা যে কোনো শালীন পোশাক পরার স্বাধীনতা পাচ্ছেন। তাদের এমন পোশাক পরতে হবে যেন কাঁধ থেকে পা পর্যন্ত ঢাকা থাকে।

মনে করা হচ্ছে যে, এই বিধিনিষেধের মাধ্যমে পর্যটকদের সচেতন করা হচ্ছে। যেন তারা সেদেশে ভ্রমণের সময় এসব বিষয়ে সচেতন থাকেন। শনিবার সৌদির তরফ থেকে এক ঘোষণায় জানানো হয় যে, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় বিভিন্ন দেশসহ ৪৯টি দেশের পর্যটক পর্যটন ভিসার আওতায় সৌদিতে সফর করতে পারবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র বিভিন্ন দেশের শ্রমিক, ব্যবসায়ী এবং হজ বা ওমরাহ করতে সৌদিতে আসতে পারতেন বিভিন্ন দেশের নাগরিকরা।

Related Posts

Leave a Reply