চিন্তায় চীন: সামরিক খাতে বিপুল ব্যয় তাইওয়ানের
কলকাতা টাইমসঃ
দক্ষিণ চীন সাগরে প্রায় মুখোমুখি অবস্থান করছে চীনা এবং মার্কিন রণতরী। অন্যদিকে চীনা যুদ্ধবিমান ক্রমাগত চেষ্টা চালাচ্ছে তাইওয়ানে প্রবেশের জন্য। এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখতে আসরে নামলো তাইওয়ান। একদিকে যখন তাইওয়ান দখলের পরিকল্পনা করছে চীন। সেই সময় তাইওয়ান প্রণালীতে নিজেদের নৌবাহিনী নিয়ে সমরসজ্জা প্রস্তুত রাখছে চীনের চিরশত্রু বলে পরিচিত তাইওয়ান।
একই সঙ্গে চীনের তুলনায় নগন্য এই দেশটি তাদের প্রতিরক্ষা খাতে বিপুল পরিমান বরাদ্দ করার সিদ্ধান্ত নিলো।যা গত বছরের থেকে ১০ শতাংশ বেশি। বরাদ্দের পরিমান ৪৫৩.৪ বিলিয়ন ডলার। যেখানে চীনের প্রতিরক্ষা খাতে ব্যয় ২৬১ বিলিয়ন।চীনের জনসংখ্যার নিরিখে মাত্র ২ শতাংশ মানুষ রয়েছে এই দেশে। আয়তনের নিরিখেও এই দেশ চীনের তুলনায় মাত্র ৪ শতাংশ। এতো স্বল্পতা সত্বেও চীনের চোখে চোখ রেখে তাকানোর সাহস দেখতে পারে তাইওয়ান। এবার তাদের প্রতিরক্ষা ব্যয় সেই সাহোসকেও অতিক্রম করলো কয়েক যোজন।