January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হাতে আসবে বিপুল টাকা: শুধু জানাতে হবে, টাকা পেয়ে কেমন লাগছে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রতি মাসে সোয়া লক্ষ টাকা। এভাবে পাওয়া যাবে মোট ৩ বছর। সব মিলিয়ে টাকার অঙ্কটা ৪৫ লক্ষ। শর্তহীনভাবে পাওয়া যেতে পারে এই অর্থ! বিনিময়ে আপনাকে জানাতে হবে, টাকাটা পেয়ে আপনার কেমন লাগলো। কিভাবে উপভোগ করলেন সেই টাকা। জার্মানির এক সংস্থা লকডাউন পরিস্থিতিতে মানুষকে সুরাহা দিতে এমনই এক পরীক্ষামূলক গবেষণার ব্যবস্থা করেছে। সফল হলে, এই প্রকল্প ব্যাপকভাবে চালু করতে চান তারা।

সূত্রের খবর, মাত্র ৭ দিনের মধ্যে প্রায় ১৫ লক্ষ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজকেরা কমপক্ষে ১২০ জনকে ৩ বছর পর্যন্ত, প্রতি মাসে ১,২০০ ইউরো করেপ্রাথমিক ভাবে দেবেন। তিন বছরের এই প্রজেক্টের জন্য অংশগ্রহণকারীদের অনলাইনে শুধু সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রকল্পটির উদ্যোক্তা বার্লিনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

শর্তহীন অর্থ পাওয়ার ফলে জীবনের অনেক সমস্যারই সহজ সমাধান হবে বলে বিশ্বাস করেন ‘মাই বেসিক ইনকাম’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারা। তারা মনে করেন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ রোজগারের চাপ সরিয়ে নিলে মানুষ আরও স্বাধীন, সৃজনশীল এবং সামগ্রিকভাবে আরও সুখী হবে বলে মনে করেন তারা।

Related Posts

Leave a Reply