সমুদ্রে ভাসছে প্রকান্ড শিলা, যার মধ্যে বসিয়ে দেওয়া যায় আস্ত ম্যানহাটানকে
কলকাতা টাইমসঃ
সমুদ্রে ভেসে বেড়াচ্ছে প্রকাণ্ড এক আগ্নেয়শিলা! অস্ট্রেলিয়ার কাছে দুই নাবিক প্রথম দেখতে পান এই শিলাটিকে। শিলাটি সমুদ্রের ওপর প্রায় ১৫০ কিমি বিস্তৃত। যা গোটা ম্যানহাটান শহরটিকে ধারণ করতে সক্ষম। এর মধ্যে পুড়ে ফেলা যেতে পারে প্রায় ২০ হাজার ফুটবল মাঠে। মনে করা হচ্ছে, অগ্ন্যুত্পাতের ফলেই এই বিশালাকার পাথেরর সৃষ্টি হয়েছে।
গত ৯ আগস্ট, প্রশান্ত মহাসাগর দিয়ে যাওয়ার সময় এই দৈত্যাকার প্রথম দেখতে পান এক অস্ট্রেলিয়ান দম্পতি। একই দিনে নাসাও এই ভাসমান নয়া পর্বতের হদিশ দেয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিও প্রকাশ করে নাসা। স্বভাবতই এই ঘটনায় বেশ উৎফুল্ল বিজ্ঞানীরা।