এবার মানুষের শেষকৃত্য সম্পন্ন করবে হিউম্যানয়েড রোবট
কলকাতা টাইমস :
মানুষ বেঁচে থাকতে হাজারো নিয়ম-কানুন মেনে চলে, মরে গেলেও এর ব্যতিক্রম নয়। মৃতদেহকেও প্রথা মেনে বিদায় জানাতে হয়। যেন তেন বিদায় নয়, একদম যথাযথ নিয়ম মেনে, হুজুর-পুরোহিত ডেকে মিলাদ-পূজা করে তবেই, আত্মার শান্তি কামনা করা হয়।
তবে এর সবই বেশ খরচ সাপেক্ষ, সবার পক্ষে এই খরচ বহন করা সম্ভব হয় না বিধায় এবার এই কাজে প্রযুক্তির সাহায্য নিচ্ছেন জাপানিজরা। তারা এমনই এক রোবট তৈরি করেছেন যা মানুষের শেষকৃত্য সম্পন্ন করবে।
চীন বা জাপানের মানুষের কাছে রোবট বহুকাল থেকেই সঙ্গীর মতো আছে। বাড়ির কিংবা অফিসের কাজের জন্য তারা হরহামেশাই রোবট ব্যবহার করছেন। ইদানীং যৌন সঙ্গী হিসেবেও রোবটের চাহিদা বেড়েছে। এবার সেই তালিকাতেই নতুন যুক্ত হলো নতুন হিউম্যানয়েড রোবট ‘পেপার’। নতুন এই ভার্সনে বৌদ্ধ পুরোহিতদের বৈশিষ্ট্য আপলোড রয়েছে বলে জানা যায়। পুরো প্রথা মেনেই এরা মানুষের শেষকৃত্য করতে পারবে।
সম্প্রতি টোকিওতে একটি বিশেষ মেলায় ‘পেপার’ এর এই নতুন ভার্সনের উদ্বোধন করা হয়।