এই আতঙ্কে রক্তের সম্পর্ক নিয়ে পেপারে একথা লিখছেন বাবা-মায়েরা
কলকাতা টাইমস :
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ছেলে, মেয়ে, ভাই-বোনদের সন্তান, নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে পরিবারগুলো। সেই সম্পর্ক ছিন্নের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছেন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে।
গত তিন মাস ধরে প্রতিদিনই গড়ে ৬/৭টি পরিবার এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। এরকম শত শত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বিরোধী, বিক্ষোভকারীদের আশ্রয় দেওয়া ব্যক্তিদের সম্পত্তি দখলের ঘোষণা করার পর গত নভেম্বর থেকে এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হতে থাকে। ঘোষণামতো বেশকিছু বাড়িতে মিয়ানমার সেনাবাহিনী অভিযানও চালিয়েছে।
জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এখনো তারা ক্ষমতায় রয়েছে। নির্বাচনে কারচুপি, দুর্নীতিসহ নানা অভিযোগে বিচার চলছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির।