পরিত্যক্ত দ্বীপের মালিকানা পেতে হুড়োহুড়ি !
কলকাতা টাইমসঃ
আয়ারল্যান্ডের এক অপূর্ব সুন্দর পরিত্যক্ত দ্বীপ, নাম গ্রেট ব্ল্যাসকেট। এই দ্বীপটিকে এগিয়ে এসেছে আইরিশ প্রশাসন। জানা গেছে, এই দ্বীপকে প্রাণবন্ত করে তুলতে প্রশাসনের চেষ্টার ত্রুটি নেই। গ্রীষ্মে দ্বীপটিকে দেখাশোনার জন্য তারা একজন দম্পতিকে চাইছে। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। এপ্রিল থেকে অক্টোবর, গ্রীষ্মের এই ছ’মাস ওই দম্পতির থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে মাত্র ১০ দিনেই জমা পড়ে গিয়েছে ৭ হাজার আবেদনপত্র।
১১০০ একরের মালিক যদি কেউ হতে চান,সমস্ত রকম আধুনিক প্রযুক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। গ্রীষ্মে ইউরোপ ঘুরতে গেলে আটলান্টিকের বুকে নৌভ্রমণে আয়ারল্যান্ডের এই দ্বীপের কাছ পর্যন্ত পৌঁছনো যায়। অনেকে সেভাবেই দেখে আসেন গ্রেট ব্ল্যাসকেটের রূপ। ২০১৯ সালে অবশ্য এক বছরের জন্য এই দ্বীপে ছিলেন এক দম্পতি- লেসলি কেহো ও গর্ডন বন্ড।