February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রাণ নিয়ে নাচের শাস্তি দিলো স্বামী, শাশুড়ি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্ক :

আত্মীয়ের বিয়েতে নাচার শাস্তি রূপে জীবন দিতে হলো গৃহবধূকে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা ।  অভিযোগ  বিয়েবাড়িতে গিয়ে অন্যান্য আত্বিয়দের সঙ্গে নাচার  কারণে অগ্নিশর্মা স্বামী ও  শশুরবাড়ির লোকজন  বিয়ে বাড়ি  থেকে ফেরার পরই গৃহবধূকে খুন করে ।

বাসন্তীর চড়বিদ্যা গ্রামের বাসিন্দা সুবীর নস্করের সঙ্গে মাত্র মাস তিনেক আগেই বিয়ে হয়েছিল ১৮ বছরের স্বপ্নার। জানা গেছে, শুক্রবার রাতে স্বামী ও শাশুড়ির সঙ্গে চড়বিদ্যা গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান স্বপ্না। সেখানেই নাকি বিয়ের বাড়িতে উপস্থিত বাকি আমন্ত্রিতদের সঙ্গে নাচ করেন স্বপ্না।

প্রত্যদর্শীদের অভিযোগ, বউকে এভাবে বিয়েবাড়িতে নাচতে দেখেই অগ্নিশর্মা হয়ে ওঠেন সুবীর। বিয়েবাড়ির মধ্যেই স্ত্রীকে গালাগাল জুড়ে দেন । তখনই মা ও বউকে নিয়ে বাড়ি ফিরে আসে সুবীর। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়ি ফেরার পরেও স্বপ্নাকে মারধর করে তাঁর শাশুড়ি।

এরপরই শনিবার ঘর থেকে স্বপ্নার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। এলাকাবাসীর দাবি, মারধরের পর স্বামী ও শাশুড়ি মিলেই ‘খুন’ করে ঝুলিয়ে দিয়েছে স্বপ্নার দেহ।

অন্যদিকে মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পন ও সোনার জন্য স্বপ্নার উপর অত্যাচার শুরু করেছিল শ্বশুরবাড়ির লোকজন। ঘটনায়  অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

Related Posts

Leave a Reply