সতী নয় তাই বিয়ের প্রথম রাতেই স্বামী স্ত্রীকে দিল হাড়হিম করা শাস্তি

কলকাতা টাইমস :
বিয়ের পর সবে শ্বশুর বাড়িতে এসেছে নতুন বউ। চোখে অনেক স্বপ্ন। স্বামী-সংসার। কিন্তু, প্রথম রাতেই সব শেষ । ভালোবাসার বিছানাতেই লুটিয়ে পড়ল তার নিথর শরীরটা। তার অপরাধ সে সতী নয়। বিয়ের আগেই সে পরপুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে। হারিয়েছে তাঁর সতীত্ব। অপরাধের শাস্তি দিতে তাই বিয়ের প্রথম রাতেই স্ত্রীকে খুন করল স্বামী! মর্মান্তিক এই ঘটনাটি পাকিস্তানের।
অভিযুক্ত যুবক কালান্দার বকশ খোখার পাকিস্তানের সিন্ধ প্রদেশের জাকোবাবাদের বাসিন্দা। বয়স ২৮ বছর। প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী, গলায় ফাঁস দিয়েই সে তার ২০ বছর বয়সী স্ত্রী খানজাদি লশরিকে খুন করেছে। সম্পর্কে কালান্দার আবার খানজাদির সম্পর্কিত ভাই । এই ঘটনায় খানজাদির পরিবার অভিযোগ দায়ের করলে পুলিস কালান্দার ও তার তিন ভাইকে গ্রেপ্তার করে।