রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস!
কলকাতা টাইমসঃ
রাশিয়ার আশঙ্কা, তাদের একটি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচগুন দ্রুত গতি সম্পন্ন।এই ব্যাপারে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদস্যরা রাষ্ট্রায়ত্ব মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসে অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো হয়েছে গবেষণা কেন্দ্রের এক পরিচালকের বাড়িতেও। সন্দেহের তালিকায় রয়েছে ওই কেন্দ্রের অন্তত ১০ কর্মী।
জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার কিনজর ও আভানগার্ড নামের দু’টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভিডিও প্রকাশ করে। দু’টি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ব্যাপারে রুশ সামরিক বিশেষজ্ঞ পাভেল ফেলগেনহার বলেছেন এই ক্ষেপণাস্ত্র দুটির কার্যকারিতা নিয়ে তিনি সন্দিহান।