কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো হুন্ডাই !
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে আর্থিক মন্দার জেরে ধুঁকছে গাড়ি শিল্প। তার ওপর নতুন দোসর করোনা ভাইরাস। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হুন্ডাইয়ের সবচেয়ে বড় কারখানা। চীন থেকে যন্ত্রাংশ আমদানি না হওয়ায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত এই কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। গত শুক্রবার তারা কারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করেন।
আংশিক বেতনের বিনিময়ে ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠিয়ে দেয় হুন্ডাই। হুন্ডাইয়ের এই সিদ্ধান্তে অবাক বিশ্বের শিল্পমহল। বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। বিশ্লেষকদের মতে, কারখানা বন্ধ থাকায় বিপুল লোকসানের মুখে পড়তে চলেছে হুন্ডাই। প্রতিদিন ১০০ মিলিয়ন ইউএস ডলার করে ক্ষতি হবে হুন্ডাইয়ের।