আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম -শ্রীশান্ত !
কলকাতা টাইমসঃ
২০১৩ সালে আইপিএলে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর একসময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন শ্রীশান্ত। সেই যন্ত্রণার দিনগুলোর কথাই জনপ্রিয় এক টিভি শো’তে জানালেন তিনি।
ষষ্ঠ আইপিএলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। একা শ্রীশান্তই নন, স্পট-ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছিলেন অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন। ২০১৫ সালে অবশ্য দিল্লি কোর্ট এই অভিযোগ থেকে তাঁকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে চিরনির্বাসনে পাঠায়।
‘বিগ বসে’ শ্রীশান্ত জানিয়েছেন, মাত্র দশ লক্ষ টাকার জন্য তাঁকে স্পট-ফিক্সিংয়ে অভিযুক্ত করা হয়েছিল। ক্রিকেট ক্যারিয়ারে দাঁড়ি পড়তে চলেছে দেখে হতাশায় সেই সময় আত্মহত্যা করার কথা মাথায় এসেছিল তাঁর। ৩৫ বছর বয়সী শ্রীশান্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। কান্নায় ভেঙে পড়ে শ্রীশান্ত বলেন, তাঁর ছেলে যদি ক্রিকেট খেলে, তাহলেও তিনি তা দেখতে পাবেন না। কারণ, ক্রিকেট মাঠে তাঁর প্রবেশের অনুমতি নেই।
ইনস্টাগ্রামে শ্রীশান্তের এই ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেখানেও জন্ম নিয়েছে বিতর্ক। রাজস্থান রয়্যালসের সেই সময়ের মালিক রাজ কুন্দ্রা এই পোস্টের নিচে ‘এপিক’ লিখে হাসির ইমোজি দেন। তার আবার সমালোচনাও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, সেই সময় বেটিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন রাজ কুন্দ্রাও।