‘আমি সালাহ -কে কিনে এনেছিলাম বিক্রি করিনি’, ক্ষিপ্ত চেলসি সমর্থকদের উদ্দেশ্যে মরিনহো
নিউজ ডেস্কঃ
এই সময়ের ফুটবলবিশ্ব যেন সালাহময়। লিভারপুলের মিশরীয় এই তারকা ক্রমশই গোলমেশিন হয়ে উঠেছেন। তাকে নিয়ে গান লিখেছে লিভারপুল সমর্থকেরা। উন্মাদনা এতটাই যে, সালাহর নামে পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদ নির্মাণের প্রস্তাবও উঠেছে! এই সালাহকেই একদিন উপেক্ষা করেছিল প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট ক্লাব চেলসি। ওই সময় চেলসি বস ছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। বর্তমান ম্যান ইউ কোচের ওপর তাই ক্ষেপেছে চেলসি সমর্থকেরা।
মাত্র ১১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে আসার পর আড়াই বছরে মাত্র ১৯ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সালাহ। পুরো সময়েই কোচ ছিলেন স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। সালাহকে খেলার সুযোগই দেননি তিনি।অথচ নানান যুক্তি দেখিয়ে এই হাইপ্রোফাইল কোচ বলেন, ‘আমার সঙ্গে এটা অন্যায় করা হচ্ছে। লোকে বলে, আমি নাকি সালাহকে বিক্রি করে দিয়েছি। আমিই তো তাকে কিনে দলে এনেছিলাম। খুব কম বয়সে সে প্রিমিয়ার লিগে এসেছিল।
একটানা খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত ছিল না। এজন্য তাকে ফিওরেন্তিনায় ‘ধার’ হিসেবে দেওয়া হয়। তাছাড়া, তখন চেলসিতে উইঙ্গার ছিল। উইলিয়ান-হ্যাজার্ডরা সালাহর চেয়ে অনেক ভালো মানের ছিল। কিন্তু তাকে বিক্রি করা এবং সে অর্থে অন্য খেলোয়াড় কেনার সিদ্ধান্ত অন্তত আমি নিইনি। এটা ক্লাবই ভালো বলতে পারবে।’