চীনের করোনা ভ্যাক্সিন নেবো না, প্রবল বিক্ষোভ ব্রাজিলে
কলকাতা টাইমসঃ
চীনের করোনা ভ্যাক্সিন নেবো না, প্রবল বিক্ষোভ ব্রাজিলে। চীনের পরিকল্পনা ছিল ব্রাজিলেই তাদের বহুচর্চিত করোনা প্রতিষেধকের চূড়ান্ত ট্রায়ালপর্ব শেষ করবে তারা। কিন্তু তৃতীয় দফার ট্রায়ালের মুখে বেঁকে বসলেন সাও পাওলোর মানুষ। তাদের বক্তব্য চীনা ‘করোনাভ্যাক’ নিতে তাদের বাধ্য করা যাবে যা।
সাও পাওলোর বিখ্যাত বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার মতে, সিনোভ্যাকের ‘করোনাভ্যাক’ সবচেয়ে নিরাপদ। এই রিপোর্টের ভিত্তিতেই তৃতীয় দফার ট্রায়াল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলে। এরপরই সেখানে ট্রায়াল বাধ্যতামূলক করা হয়। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাও পাওলোর মানুষ।
মানুষের বক্তব্য, ভ্যাকসিনের ট্রায়ালের জন্য সকলকে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য বাধ্য করতে পারে না সরকার। সাও পাওলোর এই বিক্ষোভের পর চীনা ভ্যাকসিনের তৃতীয় দফা ট্রায়াল ব্রাজিলে আদৌ সম্ভব কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।