দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আইসিসির সিইও মনু সাহানিকে
কলকাতা টাইমসঃ
দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আইসিসির সিইও মনু সাহানিকে।সূত্রের খবর, গত এক বছর ধরেই মনু সাহানির বিরুদ্ধে কর্মীদের হেনস্থা সহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছে।
অভিযোগ, কর্মীদের উপর মালিক সুলভ আচরণ করা হতো। যে কারণে দপ্তরের ৯০ শতাংশ কর্মীই নাকি মনুর উপর ক্ষুব্ধ ছিলেন। অভিযোগ ওঠার পর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থাকে দিয়ে মনুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে খবর।
সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই মনু। ২০১৯ সালে ডেভ রিচার্ডসনকে সরিয়ে শশাঙ্কই তাকে আইসিসির সিইও পদে নিয়ে আসেন। আপাতত মহাবিপাকে মনু সাহানি।