শ্রীলংকান অধিনায়ক দিনেশ চান্ডিমাল, কোচ এবং ম্যানেজারকে কঠিন শাস্তি দিলো আইসিসি!
কলকাতা টাইমসঃ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় রকমের ধাক্কা খেল শ্রীলঙ্কা। শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল, কোচ চান্ডিকা হাথুরু সিংহ এবং ম্যানেজার আসাঙ্কা গুরুসিঙ্গের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ক্রিকেটের সবোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
অধিনায়ক দীনেশ চান্ডিমালের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগের প্রতিবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন মাঠে নামেনি শ্রীলঙ্কা। এই ঘটনার পর তদন্তে নেমে শ্রীলঙ্কা দলের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকে শাস্তি দিলো আইসিসি। এই শাস্তির ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলতে পারবেন না এই তিনজন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না চান্ডিমাল।