আকাশ থেকে এ কী কাণ্ড! গ্রামে খসে পড়ল বরফের চাঙড়
জানা গেছে, প্রায় ১০ কেজির একটি তুষারের চাঙড় আকাশ থেকে খসে পড়েছে গেরস্থের উঠোনে! এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় গোটা এলাকায়। সেই বরফ নিজের চোখে দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মলিহাটি অঞ্চলের বালকচক গ্রামে।
এলাকার বাসিন্দা নকুল জানা জানান, ঘটনাটি শনিবারের। সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির উঠোনে বসে ছিলেন তিনি। আচমকাই সোঁ সোঁ শব্দ শুনতে পান। তাঁর দাবি, কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে তাঁর উঠোনের মধ্যে খসে পড়ে একটা বরফের মস্ত চাঙড়!
এত গরমের মধ্যে কীভাবে বরফ পড়ল, সেই নিয়ে তিনদিন ধরে রহস্য বেড়েই চলেছে এই গ্রামে। এবিষয়ে আবহাওয়াবিদদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নকুল জানার দাবি, ‘ওই বরফের চাঁইয়ের ওজন ১০-১২ কেজি হবে। ঘটনার পর থেকে আমি হতবাক হয়ে গেছি।’