৪৮ ঘন্টা পর হলেই সম্পূর্ণ বিফলে করোনা ‘রেসাল্ট’
কলকাতা টাইমস :
করোনা টেস্ট ও ভ্যাকসিন নিয়ে যুদ্ধ করে চলেছেন গোটা বিশ্বের তাবড়-তাবড় বিজ্ঞানীরা। প্রতিদিন করোনার নতুন লক্ষণ এমনিতেই নাজেহাল করে দিয়েছে বিজ্ঞানীদের। এরই মধ্যে এর টেস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের বিল গেটস। তিনি বলেছেন, করোনা পরীক্ষার দু’দিন পর ফল দিলে পরীক্ষা করা সম্পূর্ণ বৃথা।
তিনি আরো বলেন, পরীক্ষা করানোর ৪৮ ঘণ্টা পর ফল দিলে তার জন্য কাউকে কোনো অর্থ দেওয়া উচিত নয়। ফল দ্রুত পেতে হবে, যেন পরীক্ষা করানোর পর বিষয়টি জেনে কেউ তার আচরণ বদলাতে পারে। তাতে করে অন্যরা আক্রান্ত হবে না।
অথচ বিভিন্ন দেশে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করানো হলেও ফল পেতে কয়েক দিন এমনকি সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এই সময়ে ওই ব্যক্তিরা স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে মিশছেন। এতে করে অন্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে।
বিল গেটস মনে করেন, করোনা পরীক্ষার পর ফল দিতে দেরি করার কারণে আমেরিকায় মহামারি পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। কী পরিমাণ পরীক্ষা করা হচ্ছে সেটা কোনো বিষয় নয়, ফল আগে দিতে হবে। অন্তত ২৪ ঘণ্টার মধ্যে ফল জানাতে হবে বলেও মনে করেন তিনি।