November 22, 2024     Select Language
Uncategorized

এখন নির্বাচন হলে দেশের ৭২ শতাংশ মানুষ মোদির পক্ষে থাকবেন -সমীক্ষা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে চার বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। আর এক বছর পরেই লোকসভা নির্বাচন। এরইমধ্যে শুরু হয়েছে ভোটের হিসাব নিকাশ। নির্বাচনকে সামনে রেখে ভারতের মোট ৯ টি ভাষায় একটি সমীক্ষা চালিয়েছে টাইমস গ্রুপ।

নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন, ভোট যদি আজ হয় তবে তারা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ভোট দেবেন। অনলাইন ভিত্তিক এই সমীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। প্রতিটি আইপি অ্যাড্রেস ব্যবহার করে একবারই ভোট দিতে পেরেছেন তারা।

সমীক্ষায় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পেয়েছেন ১২ শতাংশ মানুষের সমর্থন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের  রাহুলের থেকে তৃতীয় কোনো প্রার্থীর প্রতি তুলনামূলক বেশি আগ্রহ (১৬ শতাংশ) দেখিয়েছেন। মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন দিয়েছেন ৭৩ ভাগ, যেখানে রাহুল নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি সমর্থন মাত্র ১১ ভাগ মানুষের।

 

Related Posts

Leave a Reply