প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি আমেরিকার
কলকাতা টাইমসঃ
ক্ষমতায় এসেই মায়ানমারের সেনাবাহিনীর প্রতি করা অবস্থান নিলেন জো বাইডেন। পক্ষান্তরে চাপে রাখার চেষ্টা করতেন আমেরিকার প্রথমসারির শত্রু হিসেবে চিহ্নিত চীনকেও। প্রসঙ্গত, মায়ানমারের সেনা অভভুথানের সাথে সাথেই সেদেশের ক্ষমতায় থাকা নেতা নেত্রীদের গৃহবন্দী করেছে তারা। আগামী এক বছরের জন্য দেশের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে সেদেশের সেনাবাহিনী।
ক্ষমতায় আসার আগে বাইডেনের প্রতিশ্রুতি ছিলো, বিশ্বজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। সেই দিক থেকে দেখতে গেলে মায়ানমার তার কাছে প্রথম চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মিয়ানমার সেনা কর্মকর্তাদের সতর্ক করে বাইডেনের হুঁশিয়ারি অবিলম্বে দেশের প্রশাসকদের মুক্তি না দিলে আমেরিকা তার কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবেন না বলেই জানিয়েছেন বাইডেন।