November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

স্বামী-স্ত্রী একে অন্যের মোবাইলে উঁকি দিলেই যেতে হবে জেলে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এখন থেকে স্ত্রীর ফোনে উঁকি দিলেই সরাসরি কারাদণ্ড। এমনই নির্দেশিকা জারি হয়েছে। তবে এই নিয়ম শুধু স্বামীদের জন্য, তেমনটা কিন্তু নয়। একই নিয়ম স্ত্রীদের জন্যও সমানভাবে প্রযোজ্য। সৌদি আরবের মত রক্ষণশীল দেশে এখন এই নতুন আইন নিয়ে তোলপাড়।

জানা গেছে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই এই আইন করা হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, নারী-পুরুষ নির্বিশেষে এই আইনের আওতায় পড়বে। যদিও অনেকেই মনে করছেন এই আইনের ফলে মহিলারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অনেক ক্ষেত্রেই মুসলিম দেশগুলিতে বিবাহ বিচ্ছেদের মামলায় মোবাইল ফোনের একাধিক তথ্যই প্রমাণ হিসেবে জমা দিয়ে থাকেন তারা।

স্বামীর মোবাইল ফোনেই বিবাহবর্ভুত সম্পর্কের একাধিক প্রমাণ থাকে। এই আইন জারি হওয়ার ফলে আর সেইসব প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন না তারা। স্ত্রী এবং বর একে অপরের ফোনে উঁকি দিলে জেল তো বটেই হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। এই আইন জারির সপক্ষে যুক্তি দিয়ে সৌদির সংস্কৃতি মন্ত্রালয় জানিয়েছে, দেশে বেড়ে চলা সাইবার ক্রাইম রুখতেই এটা করা হয়েছে।

 

Related Posts

Leave a Reply