January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পরমাণু নিরস্ত্রীকরণ না করলে গদ্দাফির মতন পরিণতি হবে কিমের ! -ট্রাম্প 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। পুরো বিশ্ব যখন এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই কিমকে লক্ষ্য করে আবারও হুঙ্কার দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হলে কিম জং উন অবশ্যই ক্ষমতায় থাকবেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে লিবিয়ার নেতা গাদ্দাফির মতো পরিণতি হবে তার। ট্রাম্প জানান, তিনি এখনও বিশ্বাস করেন উত্তর কোরিয়ার সঙ্গে সদর্থক আলোচনাই হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন -এর একটি খবরে প্রকাশ কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ট্রাম্প বলেন, কিম জং তার দেশেই থাকবেন এবং দেশ পরিচালনা করবেন। তার দেশ অনেক ধনী হবে। আর যদি শর্ত না মানে, তবে গাদ্দাফির মতোই পরিণতি হবে তার। তিনি আরও বলেন, ‘লিবিয়ার দিকে তাকালেই বোঝা যায় যে আমাদের সঙ্গে সমঝোতায় না আসার পরিণতি কত ভয়াবহ হতে পারে।’

 

Related Posts

Leave a Reply