‘ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে আমেরিকার সঙ্গে তার সম্পর্ক থাকবে না’ -ট্রাম্প
কলকাতা টাইমসঃ
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা। যা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি এই কথা জানান। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যান্য দেশকেও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে যে বাণিজ্য করবে সে আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আমি বিশ্ব শান্তির জন্য এই কথা বলছি, আর কিছু না!
ট্রাম্প আরও লিখেছেন, ইরানের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এখনো পর্যন্ত জারি করা সব নিষেধাজ্ঞার মধ্যে এটিই সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। নভেম্বরে যেটি অন্য মাত্রা (তেল রফতানি সংক্রান্ত নিষেধাজ্ঞাটি তখন কার্যকর হবে) পাবে। এদিকে গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে ট্রাম্প যে সেই আহ্বানে কোনো আমলই দেননি আজকের টুইটে সেটিই পরিস্কার হলো।