বসের সঙ্গে ধুঁয়ো ওড়ালেই খুলবে কপাল !
ইউরোপ আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। এদিকে আবার ধূমপান যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগের অন্যতম প্রধান কারণ। কিন্তু অনেকেই আছেন সব কিছুই জেনেই চালিয়ে যান ধূমপান। আর তাদের জন্যই এক ধরনের সুখবর নিয়ে আসল আমেরিকার অর্থনৈতিক গবেষণা ব্যুরোর এক গবেষণা!
অর্থনৈতিক গবেষণা ব্যুরোর এক গবেষণায় উঠে এসেছে, কাজের ফাঁকে বসের সঙ্গে ধূমপান করা পুরুষরা নারীদের তুলনায় দ্রুত পদোন্নতি পান। কেবল নারীই নয়, যেসব পুরুষরা ধূমপান করেন না তাদের তুলনায়ও দ্রুত পদোন্নতি পান ধূমপানকারীরা। এছাড়াও কর্মক্ষেত্রে শ্বেতাঙ্গরা অন্যান্য সহকর্মীদের তুলনায় পদোন্নতি বেশি পেয়ে থাকে।
ইউসিএলএ আন্ডারসন স্কুল অব ম্যানেজমেন্ট এবং হার্ভার্ড বিজনেস স্কুলের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।