যুদ্ধ বাধলে বিশেষজ্ঞরা চীনের থেকে ভারতেকেই এগিয়ে রাখছেন
কলকাতা টাইমসঃ
যুদ্ধ বাধলে বিশেষজ্ঞরা চীনের থেকে ভারতেকেই এগিয়ে রাখছেন। তাদের মতে শেষবার যখন ভারত-চীন মুখোমুখি হয়েছিল, তখনকার থেকে আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা। শক্তি বাড়িয়ে ভারত এখন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত।
বর্তমান বিশ্বের কোনও দেশই চায় না একে অপরের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে। ভারত ও চীনের ক্ষেত্রেও তাই। তবে দুই দেশের হাতেই এই ক্ষমতা রয়েছে। ১৯৬৪-এ পারমাণবিক ক্ষমতাশীল দেশ হয় চীন। ভারত সেই ক্ষমতার অধিকরী হয় ঠিক ১০ বছর পর ১৯৭৪ সালে। গত বছরই ভারতের হাতে আরও ১০টি পারমাণবিক অস্ত্র এসেছে। যা অনেক বেশি আধুনিক।