আফগানিস্তানে মহিলা ক্রিকেট নিষিদ্ধ হলে, তাদের সঙ্গে ক্রিকেটে না অস্ট্রেলিয়ার
কলকাতা টাইমসঃ
আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট নিষিদ্ধ হলে, পুরুষ দলের সঙ্গেও ক্রিকেট খেলবে না অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এই মর্মে তাদের অবস্থান স্পষ্ট করে। প্রসঙ্গত, আগামী ২৭ নভেম্বর হোবার্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার এক ম্যাচের যাস্ট সিরিজ।
তালেবানরা মহিলাদের ক্রিকেট খেলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে, এই ম্যাচ যে আর মাঠে গড়াবে না- এটা মোটামুটি নিশ্চিত।ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, “বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের বিকাশ ঘটানো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।আফগানিস্তানে মহিলা ক্রিকেটকে নিষিদ্ধ করা হলে, আফগানদের সঙ্গে আসন্ন টেস্ট ম্যাচ বাতিল করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।”