আইসোলেশনে না থাকলে দিতে হবে ১০ লক্ষ টাকা জরিমানা !
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডে আবারো ঝড় তুলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রায় স্বাভাবিক হয়ে উঠতে থাকা ব্রিটেনে বর্তমানে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় অবাধ্য জনগণের জন্য করা আইন আনলো ইংল্যান্ড। যেখানে বলা হয়েছে করোনা পজিটিভ বা তার সংস্পর্শে আসা ব্যক্তি আইসোলেশন অমান্য করলে তাকে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৭৫ হাজার টাকা।
করোনার দ্বিতীয় ঢেউ যাতে সেদেশে প্রবল আকার নিতে না পারে তার জন্যই এই করা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, আগামী ২৮ সেপ্টেম্বরের পর করোনা আক্রান্ত ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হবে। অন্যথায় হলে তাদের বিপুল অংকের জরিমানা গুনতে হবে। সূত্রের খবর, ব্রিটেনের প্রায় ৪ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৪২ হাজার মানুষের।