January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এখানে জন্মালেই সারা জীবন যেখানে খুশি বিমানে ঘোরা ফ্রি !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পনি বিমানে কতবার চড়েছেন? মাঝে-মাঝেই বিমানে করে যাতায়াত করতে হয় আপনাকে? অথবা হয়তো একবারও চড়া হয়ে ওঠেনি বিমানে। যেটাই হোক, বিমানে চড়াটা তো খরচ সাপেক্ষও বটে। অনেক টাকা খরচ হয়। মাঝেমাঝে মনে হয় না, ইস যদি একটু টিকিটের দাম কম হতো, তাহলে আপনি আরও বেশিবার বিমানে চড়তে পারতেন।
এমন ভাবনাটা কিন্তু মোটেই আকাশ কুসুম কল্পনা নয়। একটা জিনিস হলে আপনি বিনা খরচে বিমানে চড়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পারেন! হ্যাঁ, নিয়ম আছে, যদি কারও জন্ম বিমানের মধ্যেই হয়, তাহলে তার কখনও বিমানের টিকিট লাগে না। সে দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরতে পারে। সব এয়ারলাইন্স অবশ্য এই সার্ভিস দেয় না। যারা দেয়, সেইসব এয়ারলাইন্সের নাম হল – থাই এয়ারওয়েজ, এশিয়া প্যাসিফিক এয়ারলাইন্স, এয়ার এশিয়া আর পোলার এয়ারলাইন্স। ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সও এই সুযোগ দেয়। তবে সেটা ২১ বছর বয়স পর্যন্ত।

Related Posts

Leave a Reply