November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বিমানবন্দরে সবচেয়ে বেশি জীবাণুর আখড়া যে স্থান!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

দি প্রশ্ন করা হয়, বিমানবন্দরে কোন জায়গায় সবচেয়ে বেশি জীবাণু থাকে? আপনার উত্তর কী হবে? বাথরুম কিংবা মানুষের ভিড়ে ভরপুর ওয়েটিং এলাকায়। অথবা ভাবতে পারেন পাসপোর্ট চেকিং কাউন্টারে। অবাক করা ব্যাপার হলেও এর কোনটিই সঠিক নয়। তাহলে কোথায় থাকে সবচেয়ে বেশি জীবাণু?

বিএমসি ইনফেকশনস ডিজিজ জার্নালে সাম্প্রতি নতুন এক গবেষণা প্রকাশিত হয়েছে। আর তা থেকে জানা যায়, বিমানবন্দরে সবচেয়ে বেশি জীবাণুর আখড়া হল নিরাপত্তার কাজে ব্যবহৃত প্লাস্টিক ট্রেগুলো!

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যাম ও ফিনিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের একদল বিশেষজ্ঞ এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে। তারা ২০১৬ সালের শীত মৌসুমে ফিনল্যান্ডের হেলসিনকি-ভ্যান্টা বিমানবন্দরের বিভিন্ন স্থানের জীবাণুর মাত্রা নিরীক্ষা করলে সেখানে ১০ শতাংশ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান। এর মধ্যে সবচেয়ে বেশি জীবাণু ছিল প্লাস্টিক ট্রেগুলোতে।

জীবাণু ছড়ানো অন্যান্য স্থানের তালিকার রয়েছে- দোকানে অর্থ আদান-প্রদানের স্থান, রেলপথের সিঁড়ি, পাসপোর্ট চেকিং কাউন্টার এবং শিশুদের খেলার জায়গা।

যেভাবে জীবাণু ছড়ায়-

নিরাপত্তার অংশ হিসেবে বিমানযাত্রীদের নিজদের পাসপোর্ট, ব্যাগ, জুতা, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ইলেক্ট্রনিক্স ও মেটাল পণ্য রাখতে হয় প্লাস্টিক ট্রেগুলোতে। পরবর্তী সময়ে সেগুলো তুলে নেওয়া হলেও স্যানিটিজার দিয়ে হাত পরিষ্কার করেন না বেশিরভাগ মানুষ। আর এভাবে ছরায় জীবাণু।

ইউনিভার্সিটি অব নটিংহ্যামের স্কুল অব মেডিসিনের স্বাস্থ্য সুরক্ষা অধ্যাপক জনাথান ভ্যান ট্রেম মনে করেন, কীভাবে ভাইরাস ছড়ায় এবং সংক্রমণ হয়, জনসাধারণের মধ্যে সে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এই গবেষণা।

বিশেষজ্ঞদল পরামর্শ দিয়েছেন যেন বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রিনিংয়ের আগে ও পরে যেসব স্থানে বারবার হাতের স্পর্শ প্রয়োজন হয়, সেসব স্থানে হ্যান্ড স্যানিটিজার জেলের মতো সুবিধা রাখা হয়। সে সঙ্গে সিকিউরিটি প্লাস্টিক ট্রে থেকে নিজের জিনিসপত্র নেওয়ার সময় হাতে স্যানিটিজার রাখা জরুরি বলেও মনে করেন তারা। পরিষ্কার রাখা জরুরি সিকিউরিটি ট্রেগুলোও।

অন্যদিকে উড়োজাহাজের অভ্যন্তরীণ পরিবেশও অপরিচ্ছন্ন থাকে বলে দেখেছেন বিশেষজ্ঞরা। ২০১৫ সালে ট্রাভেলম্যাথের করা আরেক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জানা যায়, উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনের ওপরে হ্যান্ডব্যাগ রাখার যে তাকগুলো রয়েছে, তা জীবাণুতে ভরা থাকে।

সবকিছু মিলিয়ে ভ্রমণের সময় ভাইরাস আপনার সঙ্গী হতে পারে খুব সহজে। তাই যতটা পারা যায় পরিষ্কার রাখুন আপনার হাত।

Related Posts

Leave a Reply