November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মদ্যপ অবস্থায় গাড়ির স্ট্রিয়ারিং ধরলেই গুনতে হবে ১০,০০০ টাকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

ভারতের ৩০ বছরের পুরনো মোটর ভেহিকেল আইনে আনা হচ্ছে রদবদল। রাজ্যসভাতেও এদিন পাস হয়ে গেলো মোটর ভেইকেল বিল। বিনা লাইসেন্সে চালকের আসনে বসলেই ৫০০০ টাকা ও মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও আর কি কি থাকছে এই বিলে তা একনজরে দেখে নেওয়া যাক…..

এবারের ট্রাফিক আইন ভঙ্গ করলেই জরিমানার অঙ্ক ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। এর সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে করা হয়েছে ৫ হাজার টাকা। সিটবেল্ট না বাধলে জরিমানা ১০০ টাকার বদলে ১০০০ টাকা। মদ্যপ অবস্থায় গাড়ি চালালেই গুনতে হবে ১০ হাজার টাকা। আগে এই জরিমানা ছিল ২০০০ টাকা। রেসলেস ড্রাইভিংয়ের জন্য জরিমানা ৫০০০ টাকা ধার্য হয়েছে।

Related Posts

Leave a Reply