ভ্যাকসিন না নিলেই জেল যাত্রা নিশ্চিত !

কলকাতা টাইমসঃ
‘হয় ভ্যাকসিন নিন নয়তো জেলে থাকুন।’ এমনই হুমকি দিয়ে দেশবাসীকে সতর্ক করে দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। জনগণের উদ্যেশ্যে এই বার্তা ছুড়ে দিয়ে দুর্তেতে বলেন, আপনারাই ঠিক করে নিন, কোথায় থাকা পছন্দ করবেন জেলে না বাড়িতে?
এই বছরের মার্চ থেকে ফিলিপিন্সে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু ভ্যাকসিনের প্রতি দেশের মানুষ তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এমনকি যারা ভ্যাকসিন নিচ্ছেন, তাদের ব্যঙ্গ বিদ্রূপ করছেন অন্যরা। এই ঘটনার পরই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ফিলিপিন্সে এখনো পর্যন্ত ১৩ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২৩ হাজার জনের।