November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

মা-বাবার ফোন না ধরলে ‌‌‘লক’ হবে মোবাইল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বাড়ি ফেরা নিয়ে আপনি বারবার ফোন করছেন অথচ ধরছে না আপনার ছেলেমেয়ে। এ অবস্থায় বাবা-মায়েদের টেনশনে থাকারই কথা। অভিভাবকদের এ সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে এসেছে নতুন অ্যাপস, যার নাম ‘ইগনোর নো মোর’। বাবা-মাকে এই অ্যাপসটি নিজের ও নিজের সন্তানের ফোনে ডাউনলোড করে নিতে হবে। বারবার ফোন করা সত্ত্বেও যদি সন্তান ফোন না ধরে তবে নতুন এ অ্যাপসের সাহায্যে লক করে দেওয়া যাবে তার ফোনটি।

আর পাসওয়ার্ড জানবেন শুধু আপনিই। আপনার ছেলেমেয়েকে ফোন খোলার জন্য পাসওয়ার্ড জানতে হলে আপনার সঙ্গে যোগাযোগ করতেই হবে।

অ্যাপসটির উদ্ভাবক শ্যারন স্ট্যান্ডফির্ড। তিনি জানিয়েছেন, ছেলেমেয়েরা আজকাল বাবা-মাদের ফোন ধরতে চায় না। সে কারণেই নতুন অ্যাপসটি তৈরি করা হলো। শ্যারন স্ট্যান্ডফির্ড বলেন, ছেলেমেয়েরা চাইলেও এই অ্যাপসটি তাদের ফোন থেকে আন-ইনস্টল করতে পারবে না। কারণ অ্যাপসটি ডিলিট করতে ইমেল ও পাসওয়ার্ড দরকার হয়, যা একমাত্র অভিভাবকদের কাছেই থাকবে।

তিনি বলেন, অ্যাপসটি যদি কোনো কারণে আন-ইনস্টল হয়ে যায় তাহলে মা-বাবার কাছে একটি ইমেল যাবে এবং ছেলে বা মেয়ের ফোনটি লক হয়ে যাবে।

Related Posts

Leave a Reply