November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই সংকেতগুলো জানেন তো নাহলে ফেসবুকে আপনি গেলেন …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যুগ বদলাতে শুরু করেছে। এখন সব কিছু শর্টে বলার যুগ। ধরুন আপনি এ যুগে আপনি কাউকে বললেন, তাড়াতাড়ি কর। তাহলে আপনার বলা উচিত, ASAP (As soon as possible)-কর। কিংবা কোনও কিছুতে আপনার খুব হাসি পেল। এ

বার সেটা আপনি টেক্সটে লিখবেন, হয় আপনাকে স্মাইলি পাঠাতে হবে। অথবা খুব জোরে হাসি পেলে আপনার লেখা উচিত LOL (laugh out loud)। এরকমই চলছে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার যুগে। এগুলোকে নেট দুনিয়ার পরিভাষায় বলা হয় Internet Slang Words বা Computer Slang।

এমনই কিছু Internet Slang Words-এর  কথা বলা হল যেগুলো আপনার কাজে লাগতে পারে। কখন কীভাবে ব্যবহার করা যায়, পুরো মানেটাই বা কী হয়।

খুব উপভোগ করার পরামর্শ দিতে
YOLO – You Only Live Once
—————-
সত্যি কথা বলার আগে
TBH – To Be Honest
—————-
আপনি সত্যিই জানি না বলতে
IONO – I Don’t Know
————-
আর দরকার নেই বলতে
SNM – Say No More
———–
কথা বলতে চাইলে
TTY – Talk To You
————
মনের মিল হলে
H2H – Heart To Heart
———-
ইয়ার্কি মারার পর
IJK – I’m Just Kidding
——-
শুভেচ্ছা জানাতে
GL – Good Luck
————-
দ্বিধা কাটাতে
DBA– Don’t Bother Asking
———
তাড়াতাড়ি করার কথা বললে
QAP – Quick As Possible
——
কোনও কিছুর খুব গুরুত্ব বোঝাতে
VBD–        Very Big Deal
———-
বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময়
FHO– Friends Hanging Out
———-
কাউকে কোনও কিছু জানাতে হলে
INCYDK-In Case You Didn’t Know
———
কোনও কিছু বলতে বা দেখাতে না চাইলে
403-Deny Access To
———-
কাউকে ধন্যবাদ জানাতে হলে
YSVW—You’re So Very Welcome
————
কোনও বড় লেখার অনিচ্ছা প্রকাশ করলে
TLTR        Too Long To Read
————-
জানি না বলতে
IDNO – I Don’t Know
——-
কোনও কিছু স্বীকার করতে
TBH – To Be Honest

Related Posts

Leave a Reply