যোগচর্চা না করলে জুটবে না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
কলকাতা টাইমস :
এবার ইঞ্জিনিয়ার হতে গেলে আর শুধু পড়াশোনা করলেই চলবে না। এর পাশাপাশি নিয়মিত করতে হবে যোগব্যায়াম কিংবা খেলাধুলো, না হলে নিজেকে জড়িত রাখতে হবে উন্নয়নমূলক কোনো কাজে। নইলে জুটবে না ডিগ্রি।
এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)। দেশের ১০ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে এআইসিটিই এর অধীনে। যাতে পড়েন ১৮ লাখেরও বেশি পড়ুয়া। প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সোশাল সার্ভিস (NSS), ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) এবং উন্নয়ন ভারত অভিযানের মতো বিষয়গুলিতে অংশ নেওয়ার সুযোগ আগেও ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পড়ুয়াদের কাছে ছিল। কিন্তু এতদিন সেগুলি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে এমন কাজে ছাত্রছাত্রীদের অন্তত ২৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে বলে জানানো হয়েছে। এই কাজের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ অবশ্য হবে না। তবে এই কাজে পড়ুয়ারা অংশ না নিলে তাঁরা ডিগ্রির সার্টিফিকেটটিও পাবেন না।
এআইসিটিই এর এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে। অনেকে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, পড়াশোনার বাইরে কোনো কিছুতে অংশগ্রহণ তাঁরা করবেন নাকি করবেন না তা সম্পূর্ণ পড়ুয়াদের ওপর নির্ভর করা উচিত। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়।
আবার অনেক পড়ুয়ার মতে, সিদ্ধান্তটি একদমই সঠিক। পড়াশোনার বাইরে এমন কাজের মধ্যে থাকলে পড়ুয়াদের একাগ্রতা বাড়বে। বাইরের পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ বাড়বে এবং হীনমন্যতা কমবে। কমবে আত্মহত্যার প্রবণতাও।