আগামী বছর বিয়ে করলেই উপহার হিসেবে পাওয়া যাবে সোনা
কলকাতা টাইমসঃ
আগামী বছর বিয়ে করলেই উপহার হিসেবে পাওয়া যাবে সোনা। এই অভিনব উদ্যোগ নিয়েছে অসম সরকার। তারা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চালু করতে চলেছে ‘অরুন্ধতী স্বর্ণ যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে নববধূদের ১০ গ্রাম সোনা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পাত্রীকে অবশ্যই দশম শ্রেণি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ বছরের বেশি। রেজিস্ট্রিকরা বাধ্যতামূলক এক্ষেত্রে।
সোনার বদলে দেওয়া হবে ৩০ হাজার টাকা। ওই টাকা দিয়ে পাত্রীর পরিবারকে সোনার গয়নাই কিনতে হবে। সেই বিল জমা দিতে হবে সরকারের কাছে। মূলত বাল্যবিবাহ রুখতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে অসম সরকার। জানুয়ারি থেকেই এটি চালু করতে চাইছে সেরাজ্যের সরকার।