ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা এই ব্যক্তির কথা জানলে নিজেকে লাকি মনে হবে !
আপনি যদি নিজেকে দুর্ভাগা ব্যক্তি বলে মনে করেন তাহলে এই ব্যক্তিকে কী বলবেন? ঘটনাটি ঘটেছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক পম্পেই নগরীর কাছেই।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যখন পম্পেই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তখন সে ব্যক্তিও পম্পেই থেকে পালিয়ে যান। এ সময় তিনি আগ্নেয় লাভা থেকে জীবন রক্ষা করতে সক্ষম হলেও ভাগ্যের দোষে তিনি একটি বিশাল পাথরে চাপা পড়ে নিহত হন। আর এ করুণ মৃত্যুর কারণে তাকে ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি বলে অভিহিত করছেন অনেকেই।
প্রায় দুই হাজার বছর আগে পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের একটি সমৃদ্ধ নগর। মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে হঠাৎ করেই নগরটি আগ্নেয়গিরির লাভায় ঢেকে যায়। নিহত হয় শহরের সব মানুষ। এ সময় কিছু মানুষ পালাতেও সক্ষম হয়।
সম্প্রতি গবেষকরা পম্পেও নগরীর বেশ কিছু দেহাবশেষ বা কংকাল উদ্ধার করেছেন, যার মধ্যে এই ৩০ বছর বয়সী ব্যক্তির কংকালটিও রয়েছে। এ কংকালটি যার, তিনি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বাঁচলেও পাথর চাপায় নিহত হন বলে মনে করা হচ্ছে।