এটি শুধু শরীরের সবচেয়ে নোংরা স্থানই নয়, এখানে থাকতে পারে ৬১৫ ধরনের ব্যাকটেরি
কলকাতা টাইমস :
অনেকের ধারণা শরীরের সবচেয়ে নোংরা জায়গা বোধহয় নাভির নিচের অংশ। নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত।
ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরে ৭টি চক্রের কথা বলা হয়। তার মধ্যে অন্যতম নাভি চক্র। গবেষকরা মনে করেন- নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়ানো নির্ভর করে। নাভির নিচে মনে হয় সবথেকে নোংরা। কিন্তু এ ধারণা সঠিক নয়।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শরীরের উন্মুক্ত জায়গাগুলোর মধ্যেই সবচেয়ে নোংরা অংশ রয়েছে।
হার্ভার্ড স্কুল অব ডেন্টাল মেডিসিনের গবেষকরা জানিয়েছেন, মুখের ভেতরে ৬১৫ ধরনের ব্যাকটেরিয়া বাস করতে পারে। একইসঙ্গে জিভ ও গলা মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা।
হাতের নখেও প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যা খোলা চোখে ধরা পড়ে না। এরকম তো আছ পায়ের নখেও। হাতের নখের চেয়ে কিন্তু ভয়ঙ্কর।