January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ইলিশের এমন খবর জানলে এক্ষুণি ব্যাগ হাতে বাজারে দৌড়বেন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বাঙালির সেরা মৎস্য? অবশ্যই ইলিশ। কিন্তু, দামের আগুনে রোজকার পাতে ইলিশের পদ পাওয়া কঠিন হয়ে গিয়েছে আম বাঙালির। বাজারে এবার ইলিশের ছড়াছড়ি। কিন্তু, তা বলে এখনও আশাতীতভাবে দাম কমেনি এই মাছের। ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম সাইজের ইলিশের দর ৫০০ টাকা কেজি।

পূজা-পার্বণ বাদ দিলে এমনিতে কিলোখানেক সাইজের ইলিশের দর ৯০০ থেকে ১২০০ টাকা করে কেজি।
দামের নিরিখে দেখলে গত দু’বছরের তুলনায় এবার ইলিশের দর অনেকটাই কম। গত দু’বছরের ইলিশের দাম ৯০০ টাকার নীচে নামেনি।

যদিও, এবার বাজারে ইলিশের দাম ৫০০ টাকাতে নামলেও রোজকার পাতে ইলিশ তুলতে এখনও যথেষ্ট বেগ হচ্ছে আম বাঙালিকে। কিন্তু, কিছুটা হলেও সুখবর বয়ে নিয়ে এলেন দিঘার জেলেরা।

সোমবার ভোরে দিঘা উপকূলে ১৫০ টন ইলিশ ধরা পড়েছে। এই বিশাল পরিমাণ ইলিশের বেশ কিছুটা কলকাতার বাজারে আসছেই বলে খবর। এর ফলে ইলিশের দর ২০০ টাকা কেজিতে নেমে যেতে পারে বলেও মনে করছেন দিঘার মৎস্য ব্যবসায়ীরা।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে জানান হয়েছে, ‘চলতি মরশুমে মাঝ সমুদ্রে প্রচুর ইলিশের ঝাঁকের সন্ধান পেয়েছেন মৎস্যজীবীরা।

Related Posts

Leave a Reply