পশু হাটেও পাকিস্তানের অদ্ভূত কাণ্ড জানলে হেঁসে খুন হবেন !
কলকাতা টাইমস :
পাকিস্তানের নানা অদ্ভুত কীর্তি কলাপ সবারই জানা। দেশে অন্নের হাহাকার থাকলেও সন্ত্রাসীদের পেছনে কোটি-কোটি খরচ করে এই দেশ। সম্প্রতি কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ সরানোর বিরোধিতা করে পৃথিবী থেকে ধিক্কার পেয়েও শুধরাই না সে। তবে সম্প্রতি পাকিস্তানের করাচি শহরের একটি পশুর হাটে আর এক ঘটনা জানলে হেঁসে খুন হবেন। দেখা গেল পশু বাজারে পশু বেচতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি গরুর সাথে একজন মেয়েকে হাঁটে নিয়ে আসা হয়। ফলে ক্রেতারা জমতে শুরু করে। কারো পছন্দ হলে সে পশু কিনে নিয়ে যায়। আবার গরুকে পিছনে রেখে এই সুন্দরীদের নানাভাবে নাচতেও দেখা যায় ।