কিছুক্ষণ তাকালেই টের পাবেন এই ছবির কীর্তি

কলকাতা টাইমস :
আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি। স্টিল ছবি হয়েও সেটি চলমান দেখাচ্ছে। ছবিটি দেখে রীতি মতো ধাঁধা লেগে যেতে পারে চোখে।
আর অনেকে তো বলছেন, এই ছবি মাথা ঘোরানোর জন্য একাই যথেষ্ট! কাণ্ডটা ঘটিয়েছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানি। যার হাত ধরেই আবিষ্কার হয়েছে ছবিটি। বিজ্ঞানির কথায়, এই ছবিটি প্রমাণ করে, আমরা যা দেখছি তা একেবারেই ভুল। পুরোটাই একটা মায়া।
বিজ্ঞানের ভাষায় এটা একেবারে ‘অপটিকাল ইলিউশন’! অর্থাৎ ছবির রং, ছবিতে ব্যবহার হওয়া জ্যামিতিক আকারগুলো পুরোটাই চোখে ধাঁধা ধরিয়ে দিচ্ছে। ছবিটি দেখে মনে হচ্ছে চলমান। কিন্তু বাস্তবে ছবিটি একেবারেই চলমান নয়।
বিজ্ঞানিদের কথায়, ছোখের পলক না ফেলে ছবিটির দিকে তাকিয়ে থাকুন। দেখবেন এক অদ্ভুত মায়াজালে আপনি জড়িয়ে পড়েছেন। তাদের কথায়, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা এরকমই। গবেষকদের কথায়, এই ছবি একাগ্রতা বাড়াতে সাহায্য করে।