January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

রাশি মেনেই প্রসাদ নিবেদন করুন তবেই মিলবে মনের মোট ফল  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কথা জানা আছে কি নিজের রাশি অনুযায়ী যদি দেব-দেবীদের প্রসাদ নিবেদন না করেন, তাহলে কিন্তু কোনও ফলই পাওয়া যায় না। তাই তো এবার থেকে সবাইকে দেখে দেব-দেবীদের মিষ্টি নেবেদন করা বন্ধ করুন। পরীবর্তে এই প্রবন্ধে একবার চোখ রেখে জেনে নিন আপনার রাশি অনুযায়ী কী ধরনের প্রসাদ চড়ালে সর্বশক্তিমান প্রসন্ন হবেন।
মেষরাশি: জ্যোতিষশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে এই রাশির জাতক-জাতিকাদের দেব-দেবীদের সব সময় হয় লাডডু অথবা বেদানা নিবেদন করা উচিত। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এমন প্রসাদ নিবেদন করলে পরিবারে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে যেমন সময় লাগে না, তেমনি কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির পথও প্রশস্ত হয়। 

বৃষরাশি: এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক-জাতকিরা দেব-দেবীর পুজে করার সময় যদি রসগোল্লার মতো সাদা মিষ্টি নিবেদন করেন, তাহলে দারুন ফল পাওয়া যায়। শুধু তাই নয়, মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণের পথও প্রশস্ত হয়। ফলে দুঃখ দূর হতে সময় লাগে না। 

মিথুনরাশি: ভগবানকে চটজলদি প্রসন্ন করতে চান নাকি? তাহলে বন্ধু কাজু বরফি নিবেদন করতে ভুলবেন না যেন! কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুনরাশির জাতকরা যদি এমন মিষ্টি নিবেদন করনে, তাহলে মনের মতো ফল মিলতে সময় লাগে না। 

কর্কটরাশি: মনের সব ইচ্ছা চোখের পলকে পূরণ হোক এমনটা চান নাকি? তাহলে সর্বশক্তিমানকে প্রতিবার নারকেল বা খোয়া ক্ষীর নিবেদন করতে ভুলবেন না যেন! এমনটা করলে দেখবেন জীবনে পথে সামনে আসা যে কোনও বাঁধা পেরতে সময় লাগবে না। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতির পথও প্রশস্ত হবে। 

সিংহরাশি: আপনি যদি এই রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন, তাহলে ভগবানকে গুড় অথবা বেল ফল নিবেদন করতে ভুলবেন না যেন! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এমন ধরনের প্রসাদ নিবেদন করলে বাকি জীবন সুখে-শান্তিতে কেটে যাওয়ার সম্ভাবনা বাড়ে। 

কন্যারাশি: তুলসি পাতা, সঙ্গে যে কোনও ধরনের সবুজ রঙের ফল নিবেদন করে পুজো করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।
তুলারাশি: একের পর এক সমস্যা জীবন কি দুর্বিষহ হয়ে উঠেছে? সেই সঙ্গে লেজুর হয়েছে অর্থনৈতিক সমস্যাও! তাহলে বন্ধু প্রতিদিন আপেল অথবা লাল রঙের যে কোনও ফল নিবেদন করে দেবের আরাধনা করুন। দেখবেন যে কোনও সমস্যা কমে যেতে সময় লাগবে না। আসলে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলারাশির জাতক-জাতিকারা যদি এমন ধরনের ফল নিবেদন করে দেব-দেবীর আরাধনা করেন, তাহলে মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। 

বৃশ্চিকরাশি: এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির অধিকারিরা যদি গুড় দিয়ে বানানো কোনও মিষ্টি নিবেদন করে পুজো সারেন, তাহলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি কোনও ধরনের বিপদে পরার আশঙ্কাও হ্রাস পায়।

ধনুরাশি: আপনি কি ধনুরাশির জাতক? তাহলে বন্ধু প্রতিবার দেবে-দেবীর আরাধনা করার সময় বেসন দিয়ে তৈরি কোনও মিষ্টি নিবেদন করতে ভুলবেন না যেন! কারণ এমন ধরনের মিষ্টি নিবেদন করলে সর্বশক্তিমান বেজায় প্রসন্ন হওয়ার সম্ভাবনা যায় বেড়ে। ফলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। 

মকররাশি: বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকাদের সব সময় জাম নয়তো গুলাব জামুনের মিষ্টি নিবেদন করে সর্বশক্তিমানের আরাধনা করা উচিত। কারণ এমনটা করলেই কিন্তু সবথেকে বেশি উপকার পাওয়া যায়। 

কুম্ভরাশি: শুনতে আজব লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে এই রাশির অধিকারীদের সব সময় চিকু ফল অথবা চকোলেট বরফি নিবেদন করে দেবের পুজো করা উচিত। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের প্রসাদ নিবেদন করলে গুড লাক তো রোজের সঙ্গী হয়ে ওঠেই, সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিরও ছোঁয়া লাগে জীবনে। 

মীনরাশি: আপনি কি মীনরাশির জাতক, তাহলে পুজো করার সময় ভগবানের সামনে জিলিপি অথবা কলা নিবেদন করতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, শাস্ত্র মতে এই রাশির অধিকারীরা যদি এমন ধরনের প্রসাদ নিবেদন করে শ্রী কৃষ্ণের আরাধনা করতে পারেন, তাহলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়।

Related Posts

Leave a Reply