শুধু দেশেই নয় বিদেশের মাটিতে এদের প্রাসাদ দেখলে ছোখ ঝলসে যাবে
কলকাতা টাইমস :
শুধু দেশেই বিলাসবহুল বাড়ি নয় বিশ্বের নানা প্রান্তেও এনাদের আস্তানার সংখ্যা চোখে পড়ার মোট। ঝা চকচকে প্রাসাদসম বাড়ির সুইমিং স্নানরত নায়িকাকে ফিল্মি পর্দায় তো প্রায়ই দেখে থাকবেন কিন্তু বাস্তবেও বলিউডের বহু স্টারই ভারত তো বটেই, বিদেশের মাটিতেও বাড়ি কিনেছেন। জানতে চান কেমন সেই কেমন সে সব ঘরবাড়ি?
মুম্বাইয়ের বান্দ্রায় ‘মান্নাত’ ছাড়া কিং খানের বাংলো রয়েছে বিদেশেও। দুবাইয়ের দ্য পাম জুমেইরা দ্বীপে পুল, বিচ-সহ সাড়ে ৮ হাজার ও ১৪ হাজার বর্গফুট জায়গা জুড়ে রয়েছে তার বিশাল বাংলো। যার বাজারদর আনুমানিক ১৭ কোটি ৮৪ লক্ষ টাকা। দুবাই ছাড়াও লন্ডনের অভিজাত পার্ক লেনে রয়েছে তার বাড়ি। যার দর আনুমানিক ২ কোটি পাউন্ড।
দুবাইতে স্যাংচুয়ারি ফলসে অভিষেক ও ঐশ্বরিয়া বচ্চনের বাংলোটি ঠিক যেন একটা রিসোর্ট। সুইমিং পুল, ল্যান্ডস্কেপ গার্ডেন, কী নেই তাতে! প্রায় ১১ হাজার বর্গফুট জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে সেই বাংলো। আর তার বাজারদর ৬৮ কোটি ৩০ লক্ষ টাকারও বেশি।
শাহরুখ খান বা অভিষেক-ঐশ্বরিয়ার মতোই দুবাইয়ে থাকার জায়গা রয়েছে সালমান খানেরও। সল্লু ভাই তো সব সময় বলেন, দুবাই তার খুবই প্রিয় শহর। সেখানে যে তিনি একটা আস্তানা গড়বেন না, তা কি হয়! দুবাইয়ের ডাউনটাউনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে সালমানের।
সুইৎজারল্যান্ডে শুধু গানের শুটিং করতেই নয়, মাঝে-মধ্যে ছুটিও কাটাতেও যান সাইফ-কারিনা। আল্পস পর্বতমালার কোলে রয়েছে তাদের বিলাসবহুল কটেজ। যার আনুমানিক দর ৩৩ কোটি টাকা। ইউরোপীয় কটেজের স্টাইলেই তা গড়ে তোলা। আল্পসে বেড়াতে গিয়ে প্রায়ই ওই কটেজের সামনের ছবি পোস্ট করেন সাইফ আলি খান।
বলিউডের থেকে আজকাল হলিউডেই বেশি দেখা যায় প্রিয়ঙ্কা চোপড়াকে। তবে আমেরিকায় নয়, দেশি গার্লের ছুটি কাটানোর জায়গা রয়েছে কানাডার মন্ট্রিয়লে। ছোটখাটো অ্যাপার্টমেন্ট নয়, রয়েছে আনুমানিক ৬ কোটি টাকার বিশালাকায় ম্যানসন। আর সেখানকার সুইমিং পুলের যা সাইজ, তাতে একটা ব়ড়সড় পুল পার্টিও করা যায়।
প্রিয়াঙ্কা চোপড়ার মতোই কানাডায় সম্পত্তি রয়েছে অক্ষয় কুমারের। টরন্টোতে একটা গোটা পাহাড়ই কিনে ফেলেছেন অক্ষয়-টুইঙ্কল। সেই সঙ্গে বেশ কয়েকটি বাংলো আর অ্যাপার্টমেন্টও রয়েছে তাদের কেনাকাটার তালিকায়। এছাড়া মরিশাসের সমুদ্রতটেও একটা বাংলো রয়েছে অক্ষয় কুমারের।
ফিল্মি পর্দা ছেড়ে ব্যবসায় মন দিয়েছেন বহু দিন। কাজের সূত্রেই তাই শিল্পা শেঠিকে ঘুরে বেড়াতে হয় নানা শহরে। দুবাইয়ের বুর্জ খলিফায় একটা অ্যাপার্টমেন্ট, ইংল্যান্ডের সারেতে সাত বেডরুমের বাড়ি বা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট বা মেফেয়ারে রয়েছে তার থাকার জায়গা।
বলিউডে কাজ করলেও হলিউডে মাঝে মাঝেই পাড়ি দেন মল্লিকা শেরাওয়াত। সেখানেই ক’দিন কাটিয়েও আসেন তিনি। আর বোধহয় সে কারণেই লস অ্যাঞ্জেলেসে এক বিলাসবহুল বাড়িই কিনে ফেলেছেন মল্লিকা।
মল্লিকার মতো লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে একটা বাড়ি কিনেছেন জন আব্রাহামও। অ্যাঞ্জেলিনা জোলি বা জেনিফার অ্যানিস্টনদের পাড়াতেই!