একটু হেটে নিলেই চার্জ হয়ে যাবে মোবাইল !
কলকাতা টাইমসঃ
দিল্লির মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ নামের দুই তরুণ আবিষ্কার করে ফেললেন এক অভিনব চার্জার। জুতোর সঙ্গে লাগানো চার্জারের মাধ্যমে হাঁটলেই চার্জ হবে মোবাইল। ইলেকট্রো ম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশ ডায়নামো এবং অন্য অংশ বাফার। যন্ত্রটা রাখা হয় ঠিক গোড়ালির নীচে।
হাঁটা শুরু হলে চাপ পড়ে গোড়ালিতে। গোড়ালির এই চাপই ডায়নামো ঘোরাতে সাহায্য করে। ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এই বিদ্যুৎ দিয়েই চার্জ হবে মোবাইল ফোন। খুব তাড়াতাড়িই এই প্রযুক্তি বাজারে নিয়ে আসা হবে বলে জানা গেছে।