নেতা হতে হলে পাস করতে হবে ‘মূত্র পরীক্ষা’য়!
কলকাতা টাইমস :
কোনো সংগঠনের নেতা হতে হলে বিশেষ কিছু যোগ্যতা অর্জন করতে হয়। হবু নেতাকে অবশ্যই পরিশ্রমী, সংগঠক এবং কর্মীদের মাঝে জনপ্রিয় হতে হবে। থাকতে হবে নেতৃত্বগুণ। কিন্তু ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের নেতা হতে হলে আরও একটি যোগ্যতা অর্জন করতে হবে। আর সেটি হলো মূত্র পরীক্ষায় পাস করা!
বাংলাদেশের এক রাজনৈতিক সংগঠনের এমন সিদ্ধান্তে স্বভাবতই আশ্চর্য হয়েছেন সকলে। এমন না, বোয়ালমারীর ছাত্রদল নেতারা অলিম্পিকে অংশগ্রহণ করবেন না। কিংবা অ্যাথলেটিক্সের কোনো চ্যাম্পিয়নশিপেও নয়। কিন্তু তাদের মূত্র পরীক্ষা দিতে হবে। কেন? কারণ হবু নেতা মাদকসেবী কিনা তা ধরা পড়বে মূত্র পরীক্ষায়। সংগঠনকে মাদকসেবীমুক্ত করতেই নাকি এমন উদ্যোগ নিয়েছে বোয়ালমারী উপজেলা ছাত্রদল।
ইতিমধ্যে উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ নেতৃত্বপ্রত্যাশী আটজন ছাত্রনেতার মূত্র পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় এই পরীক্ষা করা হবে। সংগঠনের বর্তমান ও সাবেক নেতাদের মতামত, ছাত্রদল শহীদ জিয়ার আদর্শে আস্থা রাখে। আদর্শবাদী সংগঠন হিসেবে ছাত্রদলের নেতৃত্ব হতে হবে সুস্থ-সবল স্বাস্থ্যের অধিকারী তরুণদের। শারীরিকভাবে সুস্থ না হলে তারা মানসিক শক্তি পাবে না। এ কারণেই এমন উদ্যোগ সংগঠনটির।