ঝড়-বৃষ্টিতে কী বাইক নিয়ে বেরোতেই হয়, তাহলে এটা আপনার জন্য
কলকাতা টাইমসঃ
ঝড়-বৃষ্টিতে যদি একান্তই বাধ্য হয়ে বাইক নিয়ে বের হতেই হয় তাহলে এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন।
১, প্রথমেই চাকার হাওয়া কমিয়ে দিন, পারলে ২২/২৫ সামনে আর পিছনে ৩২/৩৫ রাখবেন, টুলস বক্সে এয়ার প্রেশার মাপার যন্ত্র রাখুন।
২, যতটুকু সম্ভব কম গতিতে চালান তাতে ব্যালেন্স ভালো থাকবে, পড়ে গেলেও ব্যাথা কম পাবেন।
৩ বেশি জল জমা জায়গা এড়িয়ে চলুন। গেলেও পিকাপ হাল্কা রাখুন। পরে হেয়ার ড্রায়ার দিয়ে অবশ্যই এয়ার ফিল্টার শুকিয়ে ফেলবেন।
৪, বৃষ্টিতে হেলমেট এর গ্লাস পুরোপুরি বন্ধ করে চালাবেন না।
৫, বৃষ্টির সময় প্রয়োজনে দুটো ব্রেক আস্তে আস্তে চাপুন।
৬, বৃষ্টির সময় সবসময় হেডলাইট অন করে রাখবেন।
৭, বৃষ্টিতে হেলমেটের গ্লাসে জল জমে যায়। তাই কিছু সময় পরপর আপনার গ্লাসের জল পরিস্কার করুন। স্পোর্টি হেলমেটের পরিবর্তে নর্মাল গ্লাসের যার নিচের অংশ খোলা এমন হেলমেট ব্যবহার করতে পারেন।