বিয়েতে উপহার দিতে চাইলে দীপিকার এনজিওতে দান করতে পারেন অতিথিরা
কলকাতা টাইমসঃ
অনুষ্কা-বিরুর পর বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান বসেছে ইতালিতে। আজ বুধবার সাতপাকে বাঁধা পড়বেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। বিয়েতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ। শুধু তাই নয়, উপহার আনতেও কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন এই বলিউড জুটি।
জানা যাচ্ছে, বিয়েতে অতিথিরা উপহার নিয়ে আসুক তা চান না রণবীর-দীপিকা। তারা জানিয়েছেন, অতিথিরা কিছু দিতে চাইলে দীপিকার এনজিও ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’-এ অনুদান হিসেবে দিতে পারেন। মানসিকভাবে অসুস্থদের জন্য এই ফাউন্ডেশন চালু করেছেন দীপিকা। তিনি নিজেও একসময় হতাশায় ভুগেছিলেন। এরপরই ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ চালু করার কথা মাথায় আসে দীপিকার।