১৪৮ বছরে এই প্রথম মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা হলো কলকাতার টিপু সুলতান মসজিদে !
কলকাতা টাইমসঃ
১৮৪ বছরের ইতিহাসে রমজান মাসে সম্ভবত এই প্রথমবারের মতো মহিলাদের জন্য দরজা খুলে দিল কলকাতার টিপু সুলতান মসজিদ। ১৮৩৪ সালে এই মসজিদটির নির্মাণ করেছিলেন টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গুলাম মহম্মদ। এবারই প্রথম সেখানে মহিলাদের জন্য ইফতারের আয়োজন করছে মসজিদ কর্তৃপক্ষ। রমজানের সময় মধ্য কলকাতার ধর্মতলা চত্ত্বরে কেনাকাটা করতে আসা কিংবা অফিস ফেরত ধর্মপ্রাণ মুসলিম মহিলাদের ইফতার কিংবা নামাজ পড়ার সুবিধার জন্যই এই ইফতারের সিদ্ধান্ত মসজিদ কর্তৃপক্ষের।
মসজিদ প্রাঙ্গণের মধ্যেই অস্থায়ী একটি বড় শামিয়ানা টাঙ্গিয়ে এই ইফতারের আয়োজন করা হচ্ছে। ইফতারের মেনুতে রয়েছে ছোলা, ফল, মিষ্টি, শরবত। প্রতিদিন গড়ে প্রায় দেড় শতাধিক মহিলা টিপু সুলতান মসজিদের এই ইফতারে অংশ নিচ্ছেন।মসজিদের কেয়ারটেকার এবং গুলাম মোহাম্মদের নাতি প্রিন্স আনোয়ার আলি শাহ সংবাদমাধ্যমকে জানান ‘মহিলাদের ইফতারের জন্য কোন কিছু না থাকলে আমরা তাদের সবরকম সহায়তা করবো। ইফতার শুরুর আগেই তারা যেন এই মসজিদে চলে এসে আসন গ্রহণ করেন এবং ইফতারে অংশ নেন।’
শাহ জানান ‘একটা বিরাট সংখ্যক মহিলা রমজানের সময় এই ধর্মতলা এলাকায় কেনাকাটা করতে আসেন কিন্তু ইফতারের জন্য তাদের কোন নির্দিষ্ট জায়গা নেই। অনেকে রাস্তার মধ্যেই তাদের রোজা ভাঙেন এবং নামাজ পড়েন।’