আশ্রয়প্রার্থীরা আমেরিকা আক্রমণ করতে পারে ! -ট্রাম্প
কলকাতা টাইমসঃ
অনুপ্রবেশকারী ইস্যুতে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিবার থেকে হাজার হাজার শিশুকে আলাদা করা নিয়ে সম্প্রতি বিতর্ক চরমে উঠেছে। এরইমধ্যে নিজের সাফাই গাইতে ময়দানে নামলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি বলেন, সীমান্তে আশ্রয়প্রার্থীদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিলে তারা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে!
ট্রাম্প আরও লিখেছেন, আমরা এই সব মানুষকে আমাদের দেশ আক্রমণের সুযোগ দিতে পারি না। যখন কেউ আসবে আমাদের উচিত তাদের কোনো বিচার বিবেচনা ছাড়াই, আদালতের দ্বারস্থ না হয়ে, যেখান থেকে এসেছে সেখানে তাদের ফেরত পাঠানো। ভালো অভিবাসন নীতি ও আইন তৈরির ক্ষেত্রে আমাদের প্রচলিত ব্যবস্থা একটা উপহাস।
ট্রাম্প আরও লিখেছেন, আমাদের অভিবাসন ব্যবস্থা নিয়ে বিশ্বের সবাই ঠাট্টা করে। যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে আসার জন্য বৈধভাবে চেষ্টা করছে তাদের প্রতিও সুবিচার করা হচ্ছে না। অভিবাসীদের মেধার ভিত্তিতে গ্রহণ করা উচিত। আমাদের সেই সব মানুষ দরকার যারা আমেরিকাকে আবারও মহান করবে!