‘সেনা সরাবো না’, অনড় চীন: ভেস্তে গেলো বৈঠক
কলকাতা টাইমসঃ
গালওয়ান উপত্যকা সেনা না সরানোর ব্যাপারে অনড় রইলো চীন। যার ফলে আজ ভেস্তে গেলো দুই দেশের মধ্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠক। সোমবার রাতে যেখানে দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সেখানেই আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসে ভারত এবং চীন।
সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি চীন। উল্টে ওই অংশ চীনের বলেই দাবি করতে থাকে তারা। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পরও গালোয়ান নিয়ে চীনের আলাদা কোনো দাবি ছিলোনা। এদিকে নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে ভারতীয় বাহিনী। প্রসঙ্গত, গতকাল বুধবারও সেনা পর্যায়ের বৈঠক ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে বৈঠক শুরু হয়।