November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রাক্তন বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফকে গ্রেফতার করলো ইমরান সরকার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফ গ্রেফতার। নওয়াজ শরিফের অত্যন্ত ঘনিষ্ট মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন আসিফ। বর্তমানে দেশের অন্যতম বিরোধী মুখ ছিলেন তিনি। নওয়াজ শরিফের দলের সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নওয়াজ শরিফ।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে এনএবি’র অফিসাররা। অভিযোগ, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল ৫.১ মিলিয়ন, যা ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় ২২১ মিলিয়ন। এই বিপুল সম্পদ সৃষ্টির ব্যাখ্যা দিতে পারেননি আসিফ।

Related Posts

Leave a Reply